Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

            ক)ইউএইচ এন্ড এফডব্লিউসি-তে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

            খ)কমিউনিটি ক্লিনিকে কমিউনিিিট গ্রুপের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।    

            গ) ইপিআই (৮টি) টিকা প্রদান করা হয়।

ঘ) গর্ভবতী ও প্রাপ্তবয়স্ক মহিলাদের (১৫-৪৯ বছর) টিটি টিকা প্রদান করা হয়।

ঙ) যক্ষ্মরোগীদের সনাক্তকরণ পূর্বক চিকিৎসা প্রদান করা হয়।

চ) আর্সেনিকোসিস রোগী সনাক্তকরণ পূর্বক চিকিৎসা প্রদান করা হয়।

ছ) ফাইলেরিয়া আক্রান্ত রোগীদেও চিকিৎসা প্রদান করা হয়।

জ) ক্রিমিনাশক ঔষধ বিতরণ করা হয়(২-৫ বছর)।

ঝ) স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।

ঞ) ভেজাল খাদ্য নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।

ট) বছরে ২ বার জাতীয় টিকা দিবস উদ্‌যাপন ও তার সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটা-এ ক্যাপসুল বিতরণ করা হয়।

ঠ) হঠাৎ কোন রোগের প্রাদুর্ভাব দেখাদিলে তা প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়।

জ) এনসিডি প্রোগ্রাম।

ঝ) টিবি কন্ট্রোল প্রোগ্রাম।